সোহাগ কাজী, মাদারীপুর জেলা প্রতিনিধি।
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো মোটরসাইকেল চালকের বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার নতুন বাসস্ট্যান্ড ৯নং ব্রিজ সংলগ্ন এ ঘটনা ঘটে। ইজিবাইক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটে,সাথে-সাথে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।
নিহত মটরসাইকেল চালক নুরুল সর্দার (৩২) তারতীলুল কুরান হিফজ মাদ্রাসার শিক্ষক ছিলেন। তিনি বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগদা ইউনিয়নের চাত্রীশিরা এলাকায় মাওলানা আনোয়ার সরদারের ছেলে।
ঘটনাস্থলে উপস্থিতি
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদ্রাসায় পাঠদান শেষে মোটরসাইকেল নিয়ে কালিরবাজার এলাকায় যাচ্ছিলেন নুরুল সর্দার। নতুন বাসস্ট্যান্ড এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করে মাদারীপুর জেলা ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোটরসাইকেল আরোহীর হেলমেট না থাকায় মাথায় গুরুতর আঘাত পায় নুরুল সরদার। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
Leave a Reply