সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মেহেদী হাসান (৩৩) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
রোববার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার দেলোয়ার খাঁ হাইওয়ে সড়কের বাউরিয়া ইউনিয়নের নোয়াহাট এলাকায় মডেল মসজিদসংলগ্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান উপজেলার হারামিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাছিয়াপাড়া গ্রামের বাসিন্দা।
পরিবারের সদস্যরা জানান, দুপুর ২টার দিকে কাছিয়াপাড় মন্তার হাটে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলযোগে গাছুয়া ইউনিয়নে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন মেহেদী হাসান। পথে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মডেল মসজিদের সামনে মোড়ে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মালেক মুন্সি বাজারের স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যান। বিকেল ৩টার দিকে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের ব্যবস্থাপক আকবর হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।
নিহত মেহেদী হাসান এক স্ত্রী ও ৮ বছর বয়সী এক পুত্রসন্তান রেখে গেছেন।
এ বিষয়ে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সফিকুল আলম চৌধুরী বলেন, ‘এখনও এ বিষয়ে থানায় কেউ কোনো তথ্য দেয়নি। খোঁজখবর নেওয়া হচ্ছে।’
Leave a Reply