সাতকানিয়া প্রতিনিধিঃ
চট্টগ্রামঃ সাতকানিয়া উপজেলার দেওদীঘি বাজারে মনিটরিং অভিযান চালিয়েছে উপজেলা সহকারী কমিশন ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। এ সময় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৩জনকে ৩টি মামলায়-৭০০০/-(সাত হাজার) টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টায় সাতকানিয়া উপজেলার দেওদীঘি বাজারে মনিটরিং মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন, পণ্যের মোড়কে নির্ধারিত তথ্য থাকা ও পণ্যের মজুত পরীক্ষা করে দেখা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় সাতকানিয়া,ডলুব্রিজ অবস্থিত আবুল হোসেনের ছেলে আবদুল শুক্কুর(৩৫)কে ৩৩/২০২৫ইং নং মামলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায়- ২০০০/-, দেওদীঘি বাজার আবদুর রশিদের ছেলে ইমরান হোসেন(৩১)কে ৩৪/২০২৫ইং নং মামলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫৩ ধারায়- ২,০০০/-, দেওদীঘি বাজার মোঃ ইসমাইলের ছেলে সিদ্দিক আহমদ(৫০)কে ৩৫/২০২৫ইং নং মামলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় জরিমানা- ৩,০০০/- টাকা। ৩জনকে ৩টি মামলায় মোট-৭,০০০/-( সাত হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে সহায়তা করেন স্যানিটারি ইন্সপেক্টর, সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
সাতকানিয়া উপজেলা সহকারী কমিশন(ভূমি) ফারিস্তা করিম বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24