সন্দ্বীপ (চট্টগ্রাম) সংবাদদাতা:
সন্দ্বীপে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘মাস্টার কামাল স্মৃতি সংসদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিশেষ কর্মসূচি আয়োজন করেছে। আজ (২৬ মার্চ) সকালে কালাপানিয়া উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে মাকসৃ’র সদস্যরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং দেশপ্রেম ও স্বাধীনতার চেতনা নিয়ে আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন কালাপানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আলাউদ্দিন, মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদের সভাপতি মন্ডলির সদস্য আব্দুর রহমান ভুঁইয়া রিপন, সিনিয়র সহ-সভাপতি শফিউল আজম, সহ-সভাপতি মাস্টার মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাহিত্য সম্পাদক মাস্টার শরফুল আজাদ শিবলু, সদস্য শাহাদাত হোসেন, ডা. মাহমুদুল হাসান, সাইমুন ইসলাম রিপাত, ছায়েদুল ইসলাম সজিব,এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, “আমরা মুক্তিযুদ্ধের চেতনা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই এবং তরুণ প্রজন্মকে দেশের জন্য অবদান রাখতে অনুপ্রাণিত করতে চাই।”
Leave a Reply