আহাদুজ্জামান আকাঁশ:
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ সোমবার উপজেলা প্রশাসন গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে কুচকাওয়াজ, শহিদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন । এ সময় প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহমেদ
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সহকারী কমিশনার ভূমি দীল আফরোজ, অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ প্রশাসনের অন্যান্যদের সাথে নিয়ে গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন এবং মনোজ্ঞ কুচকাওয়াজ ও আনসার ভিডিপি মহিলা বাধ্যকরদের পরিবেশনকৃত জাতীয় সংগীত , শহীদের সম্মরণে বিশেষ অনুষ্ঠান ,জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময় কুচকাওয়াজ প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিদ্যালয়ের মাঝে পুরস্কার বিতরণ এবং উপজেলার বিভিন্ন সামাজিক , সাংস্কৃতিক , সাংবাদিক , বিশিষ্ট জনদের শুভেচ্ছা স্বারক প্রদান করেন । উপজেলা প্রশাসনের নেতৃত্বে উপস্থিত বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারাদের মাঝে পুষ্পস্তবক অর্পণ ও ঈদ উপহার প্রদান করেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক– সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান।
Leave a Reply