ধনবাড়ী( টাঙ্গাইল) প্রতিনিধিঃ
প্রায় প্রতিদিনই কোন না কোন আসামি গ্রেফতার করছে ধনবাড়ী থানা পুলিশ । তাই মুর্তিমান আতংক হিসেবে দেখা দিয়েছে ধনবাড়ী থানা পুলিশ । ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এ এম শহিদুল্লাহর নেতৃত্বে ধনবাড়ী থানার পুলিশ কর্মকর্তারা বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন । এরই ধারাবাহিকতায় ধনবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে গতকালও ০৩ টি সিআর পরোয়ানামুলে ০ ২জন পুরুষ ও ০১ জন মহিলা সহ মোট ০৩ জন আসামি গ্রেফতার করে বিধি মোতাবেক টাঙ্গাইল জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় ।এসআই মনোয়ার, এসআই আলমাস, এসআই মনিরুজ্জামান, এএসআই কামরুল হাসান এবং এএসআই হাকিম ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ধনবাড়ী থানার বিভিন্ন এলাকা হইতে অভিযান পরিচালনা করে ০৩ জন আসামি গ্রেফতার করে । আসামি এবং মামলার বিররন – ১/ মোঃ সুরুজ মিয়া, পিতা মোঃ হারুন অর রশিদ সাং হাবিবুর রোড,সরদার পাড়া , মোজাম্মেল হকের বাড়ির ভাড়াটিয়া, সিআর নং ৫৭/২৪ (লালবাগ) প্রসেস নং ৩১৮/২৪ তারিখ ২২/১২/২৯২৪ খ্রি. যৌতুক আইনের ৩ ধারা , সদর কোর্ট টাঙ্গাইল পৌঁছানোর তারিখ ২৮/১২/২০২৪ খ্রি. । ২/মোঃ আশরাফ আলী , পিতা মৃত শাহ আলম, সাং নেটামাশরা, সি আর নং ৩৫/২১ তারিখ ২৩/১২//২০২৪ খ্রি.ধারা ১৬(৩বি) পারিবারিক আদালত অধ্যাদেশ ১৯৮৫, সদর কোর্ট টাঙ্গাইল পৌঁছানোর তারিখ ২৮/১২/২২৪ খ্রি. । ৩/ রোজিনা বেগম (৩৫) স্বামী আল আমিন সাং রূপশান্তি , সি আর নং ৬৮/২৩ (ধনবাড়ী), প্রসেস নং ৩২৫/২৪ , তারিখ ২৫/১২/২০২৪ খ্রি. ধারা- এন আই এ্যাক্ট এর ১৩৮ ধারা, সদর কোর্ট টাঙ্গাইল পৌঁছানোর তারিখ ২৮/১২/২০২৪ খ্রি. ।এ ব্যাপারে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ বলেন,’ প্রায়ই থানায় অভিযোগ দায়ের হচ্ছে এবং কিছু কিছু আসামি পলাতক রয়েছে। সব কিছুর বিবেচনায় ধনবাড়ী উপজেলার আইন-শৃঙ্খলা উন্নতিকল্পে পুলিশের অভিযান অব্যাহত আছে এবং সেই মতেই আসামি ধরা হচ্ছে । আমাদের ধনবাড়ী থানা পুলিশ প্রয়োজনে ধনবাড়ীর বাহির থেকেও সংশ্লিষ্ট থানার সহযোগিতা নিয়ে আসামি গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করছে । আসামিদের পালিয়ে থাকার সুযোগ নেই ‘।
Leave a Reply