মোঃ মোরছালিন, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাট জেলার কালাই উপজেলায় গ্রাম আদালত আইন ও বিধিমালা বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারি ২০২৫ তারিখে উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি জয়পুরহাট জেলা প্রশাসক জনাব আফরোজা আক্তার চৌধুরী।কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব শামীমা আক্তার জাহান। এ সময় কর্মশালায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য, প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী ও কম্পিউটার অপারেটরগণ।প্রশিক্ষণ প্রদান করেন গ্রাম আদালত জয়পুরহাটের ডিরেক্টর ম্যানেজার রাজিউর রহমান, উপজেলা সমন্বয়ক বাদল চন্দ্র রায় এবং সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান।২৮ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের গ্রাম আদালতের আইন, বিধিমালা ও কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় বিচার ব্যবস্থায় দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।কর্মশালায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে আইনগত সেবা আরও কার্যকর ও জনবান্ধব করা সম্ভব হবে।
Leave a Reply