মোঃমোরছালিন, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের কালাই উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজা ও ট্যাপেন্টা (ট্যাবলেট) সেবনের দায়ে দুই ব্যক্তিকে আটক করে শাস্তি প্রদান করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর ২০২৪) সকাল ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহানের নেতৃত্বে এবং জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রফিকুল ইসলামের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
কালাই পৌরসভার আওড়া গ্রামের মৃত রমনাথের ছেলে শ্রী সুদেব। সকাল ৯টায় তার নিজ বাড়ি থেকে গাঁজা সেবনের অভিযোগে তাকে আটক করা হয়। কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে রবিউল ইসলাম। সকাল ৯টা ৪৫ মিনিটে তার নিজ বাড়ি থেকে ট্যাপেন্টা (ট্যাবলেট) সেবনের অভিযোগে তাকে আটক করা হয়।ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহান তাদের শাস্তি ঘোষণা করেন। শ্রী সুদেবকে ১৫ দিনের কারাদণ্ড এবং রবিউল ইসলামকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে তাদের জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়।
অভিযানের সময় জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা, কর্মচারীরা এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।মাদকের বিরুদ্ধে এই অভিযান নিয়মিত চলমান থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
Leave a Reply