আহমদ রেজা:
চরবস্তী আইডিয়াল ক্লাব কর্তৃক আয়োজিত ২য় বারের মতো উন্মুক্ত দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৫
অনুষ্ঠিত। খেলা উদ্বোধক হিসাবে উপস্থিত ছিল। মোহাম্মদ হানিফ সহ
প্রধান অতিথি মো আব্দুস সাত্তার,
সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পতেংগা থানা বি,এন,পি উদ্বোধন কিছু সময় বক্তব্য রাখেন। তিনি জানান মানসিক চিন্তায় বিনোদনের মূল বিকাশের খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এর পাশাপাশি প্রতিটা স্থানে মানব দেহের দৈহিক গঠনের সাথে শারীরিক ভাবে গড়ে উঠতে সহযোগীতা তাই প্রতি বিনোদন মূলক খেলাধূলায় অংশ গ্রহন খুবই জরুরী।মানব দেহের শক্তি বিকাশের গুরুত্ব রাখেন।
বিশেষ অতিথি: জনাব শফিউল আলম.. সাবেক সাধারণ সম্পাদক ৪১ নং ওয়াড় বি,এন,পি
আয়োজক কমিটি.. হেলাল,শাহাজান,আরফান, মোকাররম,মামুন, অনিক, রিয়াজ জিসান,নয়ন,শাহনুর, সোহেল প্রমূখ। দিবা রাত্রী ফুটবল টুনামেন্ট খেলাটি উপভোগ করতে । মাঠের চার পাশে সারি সারি দর্শকদের ভীড় জমে ওঠে উদ্বোধনীয় অনুষ্ঠিত করেন।
Leave a Reply