মোঃ কামাল হোসেন প্রধান, জেলা প্রতিনিধি নরসিংদী:
নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের ইছব নগর গ্রামে বিয়ের গেটে বরের পকেট থেকে ৭০ হাজার টাকা চুরি করে পালানোর সময় সাহজালাল নামে এক চোর জনতার হাতে ধরা খেয়েছে । জানা যায়, অদ্য ২৮ অক্টোবর সোমবার আলাউদ্দিন মোল্লার মেয়ের সাথে উত্তর সাধারচর নয়া পাড়া গ্রামের মৃত মোক্তার হোসেনের ছেলে সৌদি প্রবাসী জাহিদ মিয়ার বিয়ে দিন ধার্য হয় । যথারীতি আজ বিয়ের করতে পাত্রীর বাড়িতে বর সেজে আসেন প্রবাসী জাহিদ । গেইটের সামনে ফিতা কাটার ও পার্টির স্প্রে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হলে অতি সু-কৌশলি চোর শাহজাহান পাত্রের সঙ্গে পাত্রির বাড়ির ভিতর করে সময় ও সুযোগমতো চোর বরের নিকট থেকে ৭ ০ হাজার টাকা লুটে নিয়ে যায়।পরে পাত্র পকেটে থাকা নগদ টাকা না পেয়ে পাত্রের চোখে কান্নার ছাপ দেখতে পেয়ে পাত্রী পক্ষের লোকজন জিঙ্গেস করলে ৭০ হাজার টাকা খোয়া গেছে জানতে পারে । তখন পাত্রীর পক্ষের লোকজন বিষয়টি আমলে নিয়ে পর্যবেক্ষন করে একজনকে সন্দেহতীত আঁচ করলে চোর শাহজাহানকে কেউ চেনেন না বলে জানান। অচেনা একজনকে ঘোরাফেরা করতে দেখেন পরে এলাকার পরিচিত
বিভাটেক দিয়ে যাওয়ার পথে বিভাটেক চালককে ফোন দিলে তাকে আটক করতে বললে সে দৌড়ে পালানোর চেষ্টা করে । এলাকাবাসী ও চোরের পিছনে দৌড়াতে থাকে অবশেষে
চোরকে পুটিয়া ইউনিয়নের তেলিয়া ঈদগাহ নদীর পাড় থেকে চোরকে ধরতে সক্ষম হয়। চোরের পরিচয় রায়পুরা উপজেলা, হাসনাবাদ গ্রামের মাইনুদ্দিনের পুএ শাহজাহান।চোর ১৯ হাজার টাকা চোরি করেছে বলে স্বীকার করিলে পাত্রী পক্ষের লোকজন চোরকে গ্রামের ইছব নগর মাদ্রাসায় মক্তব বিভাগে এনে তালাবদ্ধ করে আটক রেখে , শিবপুর মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ আসিয়া শিবপুর মডেল থানায় নিয়ে যান।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24