রাম কৃঞ্চ সাহা রামা, টাংগাইল প্রতিনিধিঃ
নাগরপুর উপজেলায় দ্বারাকুমুল্লী পল্লী উন্নয়ন যুবসমাজের উদ্যোগে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নাগরপুর উপজেলার নন্দপারা পূর্ব প্রকাশ দ্বারাকুমুল্লী খেলার মাঠে এ খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সহবতপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন(মোবারক) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং সহবতপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ তোফায়েল মোল্লা ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম মোল্লা দ্বীপন, সাবেক সদস্য সচিব, নাগরপুর উপজেলা যুবদল।
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, খেলাধুলাই পারে যুব সমাজকে মাদকমুক্ত রাখতে। খেলাধুলা মানুষকে শুধু আনন্দই দেয় না, সুদৃঢ় করে সম্প্রীতি। খেলার মাঠ সংকোচিত হওয়ার কারণে অনেক ধরনের খেলা হারিয়ে যেতে বসেছে। যুবসমাজই আমাদের শক্তি তাদেরকে যথাযথভাবে গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব।
সেভেন টাইগার অফ উজ্জলকে ৩০ পয়েন্ট হারিয়ে বিজয়ই হয় দ্বারাকুমুল্লী সেভেন স্টার অপ রাশেদ।
Leave a Reply