মোঃ হামজা শেখ, রাজবাড়ী :
দেশব্যাপী ধর্ষণ, খুন, ছিনতাই ও ডাকাতির প্রতিবাদ এবং দোষীদের বিচারের দাবিতে রাজবাড়ীর কালুখালীতে মানববন্ধন ও বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে কালুখালী সরকারি কলেজের শিক্ষার্থীবৃন্দ সর্বস্তরের জনগণের ব্যানারে কলেজের সামনে এই মানববন্ধন করে শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন জায়গায় নারীরা ধর্ষণের শিকার হচ্ছেন। অথচ ধর্ষক ধরা হচ্ছে না। ধর্ষক কখনো মানুষ হতে পারে না। এরা পশু। এদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাই।
তারা আরো বলেন, আপনারা যদি যথাযধথ দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে আপনাদের দায়িত্ব জনগণের কাছে ছেড়ে দেন। জনগণকে সঙ্গে নিয়ে আমরা রাজপথে ধর্ষকদের বিচার করব।
Leave a Reply