সিয়াম বাবু – স্টাফ রিপোর্টার বগুড়া
বগুড়ার গাবতলী থানার চকসদু উত্তর পাড়ায় নতুন মসজিদ নির্মাণের লক্ষ্যে এলাকাবাসী একত্রিত হয়ে শুভ উদ্বোধন করেছেন। শুক্রবার (২৮/২/২০২৫) জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে এই নির্মাণ কার্যক্রম শুরু করা হয়।
এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বোধনী অনুষ্ঠানে মুসল্লীরা দোয়া ও মোনাজাতে অংশ নেন। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন যে, এই মসজিদ এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের নামাজ আদায়সহ ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনার জন্য একটি গুরুত্বপূর্ণ স্থাপনা হয়ে উঠবে।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানান, মসজিদ নির্মাণের জন্য এলাকাবাসীর স্বেচ্ছাশ্রম ও অনুদানে কাজ এগিয়ে নেওয়া হবে। এ সময় উপস্থিত মুসল্লীরা মসজিদের দ্রুত নির্মাণ সম্পন্নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, এই মসজিদ নির্মাণ এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এবং এর বাস্তবায়নে সকলে একযোগে কাজ করে যাচ্ছেন।
Leave a Reply