সোহাগ কাজী,মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে,বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের অনুমোদিত আই পি টিভি”রাজধানী টেলিভিশনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী।
বুধবার (২৭ নভেম্বর ) সন্ধ্যা ৬ টায় মাদারীপুরের ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে রাজধানী টেলিভিশনের তৃতীয় বছরে পদার্পণ উপলক্ষে কেক কেটে ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে মাদারীপুর জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজধানী টেলিভিশনের ৩ য় র্বষে পর্দাপন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ হেমায়েত হোসেন খান শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বাংলাদেশ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে রাজধানী টেলিভিশনের প্রতিনিধি সঠিক তথ্য সংগ্রহ করে জাতির কল্যাণে প্রচার করবেন বলে আমরা প্রত্যাশা করছি।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন রাজধানী টেলিভিশনের স্টাফ রিপোর্টার ইসমাইল খান হৃদয়, সভাপতিত্বে ছিলেন রাজধানী টেলিভিশনের মাদারীপুর জেলা প্রতিনিধি এবং ডাসার রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মোঃ সোহেল তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন, ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি মোঃ হেমায়েত হোসেন খান, সাধারন সম্পাদক দি ডেইলি ইভিনিং নিউজ পত্রিকার প্রতিনিধি কামরুজ্জামান সোহাগ, দৈনিক বঙ্গজননী পত্রিকার স্টাফ রিপোর্টার সৈয়দ গোলাম মারুফ, দৈনিক ঢাকা পত্রিকার জেলা প্রতিনিধি শেখ এমদাদুল হক, দৈনিক মুক্ত খবর পত্রিকার মাদারীপুর প্রতিনিধি শ্রাবন খান সজীব,নিউজ টোয়েন্টি ওয়ান টিভির কালকিনি প্রতিনিধি লুৎফর রহমান, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার কালকিনি প্রতিনিধি এস এম আজাদ হোসেন মুরাদ, ডাসার প্রেসক্লাবের সভাপতি-দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার প্রতিনিধি সৈয়দ মোকারম হোসেন, সাধারন সম্পাদক সৈয়দ আজিম উদ্দিন,দৈনিক ঢাকা পত্রিকার ডাসার উপজেলা প্রতিনিধি মোঃ হিমেল মাহমুদ,
দৈনিক ভোরের ঠিকানা পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি সোহাগ কাজী, দৈনিক শীর্ষ অপরাধ পত্রিকার ডাসার প্রতিনিধি গোলাম আলী আকন, আমাদের নতুন সময় পত্রিকার প্রতিনিধি সরিফ শাওন সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় রাজধানী টেলিভিশন এর প্রতিনিধি সোহেল তালুকদার এবং ইসমাইল খান হৃদয় বলেন,বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ২০২১ সালে ১৪ টি আইপি টিভি অনুমোদন দেওয়া হয়। সেই তালিকায় রয়েছে রাজধানী টেলিভিশন।
বাংলাদেশ সরকারের অনুমোদিত আইপি রাজধানী টিভি সকল অতিক্রম করে এগিয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, দেশের বেশ কয়েকটি আইপি টিভি, যার মধ্যে অন্যতম অবস্থানে রয়েছে রাজধানী টেলিভিশন। ইতি মধ্যেই রাজধানী টেলিভিশন দেশ বিদেশের মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
আজ ২৭ নভেম্বর-২০২৪ ইং তারিখে রাজধানী টেলিভিশনের ৩ য় বর্ষে পদার্পণ করেছে। আমি রাজধানী টেলিভিশনের আগামী উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
এসময় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে মাদারীপুর জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply