আবু ইউসুফ সোহাগ,বিশেষ প্রতিনিধি:
মানবতার টানে,ভয় নেই রক্তদানে। এই স্লোগানকে সামনে রেখে বন্ধুমহল ব্লাড ফাউন্ডেশন চৌদ্দশত (B. M.B.F.C) কিশোরগঞ্জ এর ৫ম বারের মত ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার যশোদল ইউনিয়নের মাদানি নগর, মাওলানা আব্দুস সাত্তার মাদানী (রহঃ) দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বন্ধুমহল ব্লাড ফাউন্ডেশন চৌদ্দশত (B. M.B.F.C) এর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের আয়োজন করা হয়।
আজ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে মাদ্রাসা প্রাঙ্গনে বন্ধুমহল ব্লাড ফাউন্ডেশন চৌদ্দশত এর সভাপতি জনাব রফিকুল ইসলাম রফিক এর পরিচালনায় ক্যাম্পেইন উপস্থিত ছিলেন মাওলানা মাহমুদুল হাসান কফিল, ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুস সাত্তার মাদানী (রহঃ) দাখিল মাদ্রাসা। এডমিন আব্দুল্লাহ আল মামুন, তিনি বলেন “রক্তদানের কার্যক্রমকে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আজকের এই আয়োজন। এতে মোট ২৫০ + স্টুডেন্ট এর রক্তের গ্রুপ পরিক্ষা করা হয়।
উপস্থিত ছিলেন মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং বন্ধুমহল ব্লাড ফাউন্ডেশন চৌদ্দশত পরিবারের এডমিন মোঃ ইয়াহইয়া মাহমুদ,মোঃ জাকারিয়া সাদি,মোঃ তানভীর হোসাইন, মোঃ এ আর রবিন,হিমু আক্তার,সুরাইয়া সুরা, মডারেটর কাওছার মাহমুদ, ইরফান মিয়া,আবু উবাইদা, জিহাদ, তামিম ইকবাল, জামাদুল ইসলাম মিয়াদ, সনিয়া হোসাইন ঝুমা,পাপিয়া সুলতানা এবং জাকিয়া ইসলাম কলি।
Leave a Reply