নাসের আবু খালেদ, কুয়েত প্রতিনিধি:
সুতরাং আমাদেরকে নৈতিকতা অর্জন করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাই সালাম এর আদর্শকে ধারণ করতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাই সালাম এর জীবনী থেকে আমাদের পরিবার,সমাজ,রাষ্ট্রকে পরিচালনা করতে পারলে আমরা একটি সফল জাতী হিসেনে নিজেদের জীবন পরিচালিত করতে পারব, বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েত সালমিয়া অঞ্চলের উদ্যোগে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনায় ছিলেন মাওলানা ইলিয়াস মাঝি সভাপতি তো করেন বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র সালবিয়া অঞ্চলের সভাপতি জনাব আবুল খায়ের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েতের কেন্দ্রীয় সভাপতি জনাব হাফেজ মাওলানা নুরুল আলম সাহেব এবং আরও অন্যান্য ওলামায়ে কেরামগণ। কুয়েত একটি রাজতন্ত্রের দেশ এখানে আল্লাহর সকল আইন দিয়ে দেশ পরিচালনা করা হয় এবং এদেশের জনগণ রাসূল স: এর আর্দশ দিয়ে নিজেদের জীবন পরিচালিত করেন এবং এদেশের ছোট বাচ্চাদের কোরআন, হাদীস এর সঠিক জ্ঞান অর্জন করে নিজেদের পরিচালিত করেন। প্রবাসীদের এমন ইসলামী অনুষ্ঠানে প্রবাসীদের ইসলাম শিক্ষায় আগ্রহ করবে তাই প্রবাসীরা এমন নবী সাল্লালাহু আলাই সালাম এর জীবনী নিয়ে সীরাত অনুষ্ঠান বার বার আয়োজন হোক এটাই চায়।
Leave a Reply