স্টাফ রিপোর্টার:
সারাদেশে রেলওয়ের রানিং স্টাফদের চলমান কর্মবিরতির কারনে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশনে একটি যাত্রীবাহী ও একটি ভারতীয় মালবাহী ট্রেন আটকা পড়েছে।মঙ্গলবার রহনপুর রেলস্টেশন সরেজমিনে পরিদর্শন করে এ তথ্য পাওয়া গেছে। স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটিকে অলস দাঁড়িয়ে থাকতে দেখা যায়।এছাড়া, স্টেশনে ভারত থেকে আমদানি করা একটি পন্যবাহী ট্রেন ঠাঁই দাঁড়িয়ে আছে। মধ্যরাতে ট্রেন বন্ধের খবর অনেকের জানা না থাকায় ভোরে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেন ধরতে এসে অনেকেই ফিরে যান।
এ বিষয়ে স্টেশনমাস্টার মামুনুর রশীদ জানান,ট্রেন চলাচল বন্ধের বিষয়টি আমরা যাত্রীদের মাইকিংয়ের মাধ্যমে অবহিত করছি। এছাড়া,যে সকল যাত্রী আজকের (মঙ্গলবার) অগ্রীম টিকেট কেটেছিল তাদের অর্থ ফেরত দেয়া হয়েছে। প্রসঙ্গত:রহনপুর রেলস্টেশন থেকে প্রতিদিন ৫ টি যাত্রীবাহী ট্রেন চলাচল করে থাকে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24