নিজস্ব প্রতিবেদক:
গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার অভ্যুত্থানে অংশ নেওয়া এবং অভ্যুত্থান-উত্তর আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চ অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছে।
শনিবার (২৯ জুন) সংগঠনটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লিখেছে, ‘জনতার দাবি আমলে নেওয়ায় সরকারকে ধন্যবাদ।’
ফেসবুক পোস্টে ইনকিলাব মঞ্চ আরও উল্লেখ করে, ‘৮ আগস্ট সরকার “নতুন বাংলাদেশ দিবস” পালন করলে আমরা সেদিন “বিপ্লব বেহাত দিবস” পালনের ঘোষণা দিয়েছিলাম। সরকার “নতুন বাংলাদেশ দিবস” পালন থেকে আজ সরে এসেছে। এটি জনগণের জয়ের প্রাথমিক স্বীকৃতি।’
এছাড়া, সংগঠনটি জানায়, ‘১৬ জুলাই “শহীদ আবু সাঈদ দিবস”-এর পরিবর্তে আমরা “জুলাই শহীদ দিবস” পালনের প্রস্তাব দিয়েছিলাম। সরকার সেটাও গ্রহণ করেছে। এটি ছাত্র-জনতার দীর্ঘ আন্দোলনের ফল।’
সরকারের প্রতি আহ্বান জানিয়ে ইনকিলাব মঞ্চ লিখেছে, ‘অতিদ্রুত সম্পূর্ণ রাষ্ট্রীয় উদ্যোগে সব দলকে সাথে নিয়ে “জুলাই সনদ” ঘোষণা করতে হবে। কোনো একক দলের কাছে জুলাইকে বর্গা দেয়া চলবে না।’
পোস্টের শেষে সংগঠনটি তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করে লিখেছে, ‘দেখা হবে লাল জুলাইয়ের এক তারিখে, ইনকিলাব লাল মার্চে!’ এ নিয়ে সংশ্লিষ্ট মহলে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।
সূত্রঃ জনকন্ঠ
Leave a Reply