ডেস্ক রিপোর্ট:
কারিকুলামে এলজিবিটি, গর্ভপাত, অপ্রাসঙ্গিক যৌনশিক্ষা ও অপসংস্কৃতির স্থান পাওয়া আরেকটি '৩৬শে জুলাই' ডেকে আনবে: লিটল লার্নারস ফর ইন্টিগ্রিটি
আজ কুমিল্লার নাঙ্গলকোটে শিশু শিক্ষার্থীদের সংগঠন "লিটল লার্নারস ফর ইন্টিগ্রিটি" এর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশে শিশুরা পাঠ্যপুস্তক থেকে সমকামিতা, গর্ভপাত, অপ্রয়োজনীয় যৌন শিক্ষা এবং দেশ, ধর্ম ও সংস্কৃতির পরিপন্থী বিষয়বস্তু বাদ দেওয়ার জোর দাবি জানায়।
'লিটল লার্নারস ফর ইন্টিগ্রিটি'র যুগ্ম আহবায়ক সায়মন মাহমুদ বলেন, "শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু সমকামিতা-ট্রান্সজেন্ডার, গর্ভপাত, অশ্লীল ভাষায় অভ্যস্ত হওয়া উৎসাহিত করে এমন কন্টেন্ট জাতির মেরুদণ্ড রক্ষায় অন্তরায়। পাঠ্যপুস্তক হতে হবে বয়স-উপযোগী, নৈতিক শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং অবিলম্বে দ্বীন-সমাজ-রাষ্ট্র বিরোধী এই ধরনের কন্টেন্ট পাঠ্যপুস্তক হতে বাদ দিতে হবে।"
তিনি আরো বলেন, "পাঠ্যপুস্তকে ট্রান্সজেন্ডার-সমকামিতা, অপ্রাসঙ্গিক যৌনশিক্ষা, অপসংস্কৃতি ইত্যাদির প্রবেশ ঘটেছিলো বিগত ফ্যাসিবাদের হাত ধরে। সুতরাং এসব দ্বীন-দেশ-সমাজ বিরোধী কন্টেন্ট পাঠ্যপুস্তকে বহাল থাকা মানে চব্বিশের বিপ্লব বেহাত হওয়া; যা শিক্ষার্থীরা কোনভাবেই মেনে নেবে না। প্রয়োজনে আবারও মাঠে নামবো আমরা, ইনশাআল্লাহ।"
মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থী নুসরাত বলেন, "আমাদের বাপ-দাদাদের সময়ের কারিকুলামে গল্প কবিতা পড়ে তারা জীবনমুখী শিক্ষা পেতেন। কিন্তু এখন পাঠ্যপুস্তকে সব ঘুম পাড়ানি গল্প-কবিতা। অথচ জুলাইয়ের বিপ্লবে খেয়াল করবেন, বিদ্রোহী কবির কবিতা-গানগুলো সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে শিক্ষার্থীদের। আমাদের জাতীয় কবির অনুপ্রাণিত হওয়ার মত গল্প-কবিতা কয়টা আছে বর্তমান কারিকুলামে? স্বদেশী মুসলিম কবি-সাহিত্যিকদের গল্প-কবিতা বাদ দিয়ে ভিনদেশী উগ্র হিন্দুত্ববাদী সাহিত্যিকদের গল্প-কবিতার অনুপ্রবেশ সাংস্কৃতিক আগ্রাসনের বহিঃপ্রকাশ; যা বিগত ফ্যাসিবাদীর দ্বারা হয়েছিলো। সুতরাং অবিলম্বে দ্বীন-সমাজের আলোকে শিক্ষা ব্যবস্থা সংস্কার চাই।"
লিটল লার্নারস ফর ইন্টিগ্রিটির উক্ত মানববন্ধনের সাথে সংহতি জানিয়ে এক অভিভাবক বলেন, "বর্তমান কারিকুলাম মোটেই বয়স উপযোগী নয়। যেমন, বয়সন্ধিকালে স্বপ্নদোষ হলে কী করণীয়, সেটা ৬ষ্ঠ শ্রেণির একজন শিশু শিক্ষার্থীর জানা প্রয়োজন। কিন্তু বয়সন্ধিকালে একজন ছেলের কোন অঙ্গ কিভাবে পরিবর্তন হয়, মেয়েদের স্পর্শকাতর অঙ্গের পরিবর্তন কিভাবে হয় সেটা জানা তার কী প্রয়োজন? এছাড়া এসব শিক্ষা পরিবার থেকেই পেয়েছি আমরা। ইন্টারমিডিয়েটের নিউটনীয় বলবিদ্যার কন্টেন্ট ৬ষ্ঠ শ্রেণিতে দেয়া যেমন অযৌক্তিক, ইন্টারমেডিয়েট কিংবা তার উর্ধ্বের বায়োলজিকাল কন্টেন্ট দেয়াও অযৌক্তিক। শিক্ষাব্যবস্থা বয়স উপযোগী না হলে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হবে, যা দেশের অর্থনীতি ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ।"
মানববন্ধনে উপস্থিত অভিভাবক ও শিক্ষকরাও তাদের দাবির প্রতি সমর্থন জানান।
এ সময় শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24