জামাল উদ্দীন- ভ্রাম্যমান প্রতিনিধি:
কক্সবাজারের ৬ নং জেটিঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪টি দেশীয় তৈরি এলজিসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা শাখা।
সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহর সার্বিক নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন- দেলোয়ার হোসেন (৩২) ও তার স্ত্রী খুরশীদা আক্তার (২৬), উভয়ের বাড়ি টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে পুরান পল্লান পাড়ায়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক প্রতুল কুমার শীল এর নেতৃত্বে কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর জেটিঘাট পন্টুন এলাকায় অবস্থান নিয়ে
মহেশখালী থেকে স্পিডবোটে আগত এক
( স্বামী-স্ত্রী)’কে আটক করে।সাক্ষীদের উপস্থিতিতে তাদের সাথে থাকা কালো স্কুল ব্যাগ তল্লাশি করে ৪টি দেশীয় তৈরী অস্ত্র বিভিন্ন সাইজের এলজি উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় জব্দ তালিকা মূলে জব্দ করেন।
জব্দকৃত আগ্রেয়াস্ত্রগুলো মহেশখালী থেকে ক্রয় করে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাচ্ছিল।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24