শাহাদাত কামাল শাকিল -কুমিল্লা ব্র্যরু প্রধান:
কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার উনাইসার কমিউনিটি ক্লিনিক বেহাল দশা। উপযুক্ত মনিটরিং না করার কারণে দায়িত্বরত কর্মকর্তা নিয়মিত আসেন না। দেখা যায় চিকিৎসা সেবা নিতে আসা মহিলা রোগী বসে আছেন। আমেনা বেগম ও খোদেজা আক্তার নামে দুজন রোগী বললো প্যারাসিটামল ও ক্যালসিয়াম ও আয়রন ট্যাবলেট ছাড়া আর কোন ঔষধ দেয়া হয় না। কিন্তু সরকার কতৃক প্রায় ২৫ রকমের ঔষধ বিনামূল্যে বিতরণ করার কথা।
আগেও সরজমিন তদন্ত করতে গিয়ে দেখা যায় বেলা ১১টায় ক্লিনিকের দরজা বন্ধ। সকাল ৯টা থেকে বিকাল ২.৩০ পর্যন্ত চিকিৎসা সেবা দেয়ার নির্দেশনা থাকলেও এই নিয়ম নীতি অনুসরণ করা হয়না।
সরকার সাধারণ মানুষের চিকিৎসা সেবা অগ্রাধিকার দিতে গিয়ে কমিউনিটি ক্লিনিক স্থাপন করলেও সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
আমাদের প্রতিনিধি অনেক বার, সিভিল সার্জন কুমিল্লা, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ও UHFPO কে বললেও কোন ব্যবস্হা নেয়া হয়নি।
এ বিষয়ে জানার জন্য সিভিল সার্জন কুমিল্লা কে ফোন ও বার্তা পাঠিয়ে কোন জবাব নেয়া সম্ভব হয়নি।
UHFPO সদর দক্ষিণ উপজেলা কে কল করলে এ বিষয় উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ইউএনও কে জানতে চাইলে UHFPO কে বলে জবাবদিহি করা হবে বলে জানান।
Leave a Reply