লিমন হোসেনঃ
গাজীপুরের পূবাইল থানাধীন খিলগাঁও পশ্চিমপাড়া এলাকায় আজ দুপুর দেড়টার দিকে ভুয়া মুক্তিযোদ্ধার সংবাদ সংগ্রহ করতে গিয়ে আনন্দ টেলিভিশনের সাংবাদিকসহ দুই সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন।
আনন্দ টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি মোঃ শাকিল জানান, তিনি ও তার সহকর্মী মোঃ সেলিম সহ পূবাইল ৪১নং ওয়ার্ড খিলগাঁও এলাকার বাসিন্দা আব্দুর রউফ সরকারের বাড়িতে যান এবং তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য ভিডিও ধারণকালে ভূয়া মুক্তিযোদ্ধা অভিযোগে অভিযুক্ত আব্দুর রউফ সরকারের বড় ছেলে সোলায়মান সরকার কোনো কথা না শুনেই উত্তেজিত হয়ে তাদের দুজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। শুধু তাই নয়, তিনি তাদের বিরুদ্ধে দশ লক্ষ টাকা চাঁদাবাজির মিথ্যা অভিযোগ এনে মুঠোফোনে ভিডিও ধারণ করেন।
শাকিলের আশঙ্কা, এই ভিডিও ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সম্মানহানি করা হতে পারে।সাংবাদিক শাকিল বিষয়টি তাৎক্ষণিকভাবে তাদের টেলিভিশন কর্তৃপক্ষ ও স্থানীয় পূবাইল থানা পুলিশকে অবহিত করলে অভিযুক্ত সোলায়মান আরও ক্ষিপ্ত হয়ে তাদের প্রাণনাশের হুমকি দেন।
পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয় লোকজন এগিয়ে এসে সাংবাদিকদের সমর্থন জানান এবং ঘটনার প্রতিবাদ করেন। পরে স্থানীয়দের সহায়তায় শাকিল ও তার সহকর্মী পূবাইল থানায় যান এবং একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এই ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তারা অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24