মোঃ মোরছালিন, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলালে প্রকাশ্যে মুজিব কোট পুড়িয়ে দল থেকে পদত্যাগ করেছেন মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য রেজাউল করিম। তিনি ঘোষণা দিয়েছেন, ভবিষ্যতে আর কোনোদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হবেন না।
রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার চৌমুহনী বাজারে প্রকাশ্যে মুজিব কোট পুড়িয়ে দল থেকে পদত্যাগের ঘোষণা দেন রেজাউল করিম। মুজিব কোট পোড়ানোর সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পদত্যাগের সময় রেজাউল করিম বলেন, এই দলের কর্মকাণ্ড আমার আর ভালো লাগছে না। তাদের আচরণ ও কার্যকলাপেও আমি অসন্তুষ্ট। তাই মুজিব কোট পুড়িয়ে দল থেকে পদত্যাগ করলাম।
এ বিষয়ে ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম বলেন, রেজাউল করিম সবসময় নৈতিক স্খলনের সমস্যায় ভুগতেন। অতীতে তৎকালীন সংসদ সদস্য ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের মতো নেতা এমন লোকদের দলে টেনেছিলেন। এর ফলেই আজ এ ধরনের দৃশ্য দেখতে হচ্ছে। ভবিষ্যতে আরও অনেক হাইব্রিড নেতা দলত্যাগ করবেন বলে মনে করি।
এ ঘটনায় স্থানীয় রাজনীতিতে আলোচনার ঝড় উঠেছে। অনেকে মনে করছেন, দলের অভ্যন্তরীণ অসন্তোষ ও দ্বন্দ্বই এ ধরনের ঘটনা ঘটার প্রধান কারণ।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24