মোঃ মোরছালিন, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার ভূতগাড়ি মোড়ের ভূতপল্লী রেস্টুরেন্টে আসমানী ট্রেডার্সের উদ্যোগে এক আলোচনা সভা ও প্রীতিভোজের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সাহা কেমিক্যালের ডিলার ও সাংবাদিক মোঃ মোরছালিন এবং সভাপতিত্ব করেন ইউনিক কেমিক্যালের ডিলার সাংবাদিক আহসান হাবিব।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা গৃহ নির্মাণ সমিতির সভাপতি সায়েম সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজমিস্ত্রি সাখাওয়াত হোসেন, আনোয়ার হোসেন। এছাড়াও আরো অনেকে অপস্হিত ছিলেন।
আলোচনা সভায় গৃহ নির্মাণ কাজের মান উন্নয়ন, নতুন প্রযুক্তির প্রয়োগ এবং ইউনিক কেমিক্যালের পণ্যের ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে রাজমিস্ত্রিদের পেশাগত দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ এবং আধুনিক পণ্য ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষ অংশে সকল অতিথিদের অংশগ্রহণে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। এই ধরনের আয়োজন গৃহ নির্মাণ খাতের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে সকলেই আশা প্রকাশ করেন।
Leave a Reply