মোঃ মোরছালিন, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
অদ্য ২৮ ডিসেম্বর ২০২৪ তারিখ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে জয়পুরহাট থানাধীন বম্বু ইউনিয়নের কোমরগ্রাম পশ্চিম পাড়ায় স্থানীয় জনসাধারণের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ জনাব শাহেদ আল মামুন।
সভায় অফিসার ইনচার্জ প্রিভেন্টিভ পুলিশিংয়ের অংশ হিসেবে রাত্রীকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উপর গুরুত্বারোপ করেন। তিনি স্থানীয় বাসিন্দাদের সরাসরি সম্পৃক্ত করার আহ্বান জানান এবং এলাকা পাহারায় নিয়মিত পালাক্রমে ডিউটি করার জন্য উদ্বুদ্ধ করেন।
সভায় উপস্থিত স্থানীয়রা বিষয়টিকে আন্তরিকভাবে গ্রহণ করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি প্রদান করেন। এ ধরনের উদ্যোগ স্থানীয় নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে বলে মত দেন উপস্থিত সবাই।
উল্লেখ্য, জয়পুরহাট থানার পক্ষ থেকে নিয়মিত এ ধরনের মতবিনিময় সভার আয়োজন করা হচ্ছে, যা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে।
Leave a Reply