মো. রনি ধনবাড়ী টাঙ্গাইল প্রতিনিধি:
পৌষ মাসের শীতের রাতে বইছে কনকনে হাওয়া। ছিন্নমূল মানুষগুলো শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার চেষ্টা চালাচ্ছে। এমন সময় তাদের মাঝে শীতের কম্বল নিয়ে হাজির হলেন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান ।
রবিবার (২৯ ডিসেম্বর) রাতে ১)ধনবাড়ী পৌরসভার ২ নং ওয়ার্ডে কোনো প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই , ছিন্নমূল ১৪০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ । প্রশাসনের এই কর্মকর্তাকে কাছে পেয়ে কিছুক্ষণের জন্য শীতের কষ্ট ভুলে গিয়েছিল শীতার্ত ও ছিন্নমূল মানুষগুলো।
ধনবাড়ীর ছিন্নমূল নারী আমেনা বলেন, শীতবস্ত্র না থাকায় শীতের রাতে খুব কষ্ট হচ্ছিল। ইউএনও স্যার বাড়িতে এসে নতুন শীতের কম্বল দিয়েছে। আমি অনেক খুশি।
ধনবাড়ী পৌরসভার ২নং ওয়ার্ড এর ছিন্নমূল নারী হালিমা বলেন, ইউএনও স্যার রাতের বেলায় আমাদের এখানে এসে সার্বিক খোঁজ-খবর নিয়েছেন। পরে প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে নতুন কম্বল উপহার দিয়েছেন। আমরা কম্বল পেয়ে সবাই খুশি।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাইদ বলেন, কয়েক দিন ধরে এই অঞ্চলে বেশ শীত পড়েছে। এই শীতে অনেক ছিন্নমূল ও শীতার্ত মানুষের শীতবস্ত্র কেনার সামর্থ নেই। প্রকৃত শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে শীতের নতুন কম্বল বিতরণ করতে আমি এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান সহ রাতের বেলা কম্বল নিয়ে বের হয়েছি। অপ্রত্যাশিতভাবে কম্বল উপহার পাওয়ার পর শীতার্ত মানুষের মুখে যে হাসি ফুটে উঠেছে সেটা আমাদের পরম পাওয়া । এই শীতে গরিব, দুঃখী মানুষ খুব অসহায়। সবার উচিত এসব অসহায়, দুস্থ ও দরিদ্রদের পাশে এসে দাঁড়ানো।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) সাইম ইমরান বলেন, ধনবাড়ী পৌরসভার ২ নং ওয়ার্ডে, প্রায় ১৪০টি পরিবারের দরজায় ঘুরে ঘুরে কম্বল দিয়েছি। পর্যায়ক্রমে এভাবেই খুজে খুজে অসহায় ব্যাক্তিদের মাঝে আমরা কম্বল বিতরন করবো।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24