মো: রনি, ধনবাড়ী টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ধনবাড়ীতে স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরা ন্যায্য মূল্যে নিত্য পণ্য বিক্রি করছে।সোমবার ও মঙ্গলবার দুপুর ৩ টা থেকে টাঙ্গাইলের ধনবাড়ী বাসস্ট্যান্ডে স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরা এই কার্যক্রম শুরু করেন। ন্যায্য মূল্যে শাক-সবজি কিনতে পেরে খুশি হয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বাজার নিয়ন্ত্রণের লক্ষ্যে ন্যায্য মূল্যের সবজি বিক্রি করার উদ্দোগ নিয়েছে ধনবাড়ীর স্বেচ্ছাসেবী শিক্ষার্থীবৃন্দ। সেই লক্ষ্যে প্রতিদিন দুপুর ৩ টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত ধনবাড়ী বাসস্ট্যান্ডে ন্যায্য মূল্যের অস্থায়ী বিক্রয় কেন্দ্রে সবজি সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিস বিক্রয় করছেন স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরা
টাঙ্গাইলের ধনবাড়ীতে স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের ন্যায্য মূল্যের দোকানে গিয়ে দেখা গেছে, সরিষার তেল ২০৫ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকা , লাউ( বড়) ৩৫ টাকা, কচু ১০ টাকা, কচু শাক ১০ টাকা,লাউ (ছোট) ২৫ টাকা লতি ২৫ টাকা ডাটা ২০ টাকা, পেঁপে ২০ টাকা, কলমি ৫ টাকা জলপাই ৩০ টাকা করলা ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।
শিক্ষার্থী সনেট জানিয়েছেন, বাজারে শাকসবজিসহ নিত্য পণ্যের যে ঊর্ধ্বগতি তা কমিয়ে আনতে পাইকারি আড়ৎ থেকে কেনা দামে সাধারণ মানুষের কাছে পণ্য বিক্রি করা শুরু হয়েছে। বাজারে দ্রব্যমূল্য নির্ধারণের যে সিন্ডিকেট আছে তা ভাঙতেই এই কার্যক্রম চলমান থাকবে। তবে সেক্ষেত্রে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাজার মনিটরিং টিমের সহায়তা চেয়েছেন তারা।
শিক্ষার্থী মো. ফজলে রাব্বি দিনার জানান, আরও ৭ দিন এই কার্যক্রম চলবে। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ধনবাড়ী বাসস্ট্যান্ডে এই কার্যক্রম চলমান থাকবে।
ক্রেতারা জানান, শিক্ষার্থীরা যে দামে বিক্রি করছে তা বাজার থেকে কেজিতে অন্তত ৫ থেকে ২০ টাকা কম মূল্যে পাওয়া যাচ্ছে। মানুষ স্বল্প মূল্যে যেখানে পাবে সেখান থেকেই বাজার করবে। শিক্ষার্থীরা যে বাজার বসিয়েছে তা সাধারণ মানুষের খুব উপকারে আসবে। প্রশাসনের উচিত বাজার মনিটরিং আরও শক্তভাবে করা।
Leave a Reply