নিজস্ব প্রতিবেদক :
প্রবাসীরা দিন রাত কষ্ট করে কাজ করে। নিজের কষ্ট কে বুকে চাপা দিয়ে পরিবারকে সুখে রাখার নামই প্রবাস জীবন। নিজের পরিবার ছেড়ে বাহিরে থাকাটা কতো যে কষ্টের একমাত্র প্রবাসীরাই জানে,ছেলে -মেয়ে, বউ,মা বাবা, বন্ধু – বান্ধব – আত্মীয় স্বজন সবাই কে ছেড়ে চলে আসতে হয় এই দুর প্রবাসে।প্রবাসীদের মনের কষ্ট গুলো শেয়ার করার মতো কেউ নাই এই প্রবাসে তাই প্রবাসীরা তাদের মনের কষ্ট গুলো ফেজবুকে স্ট্যাটাস আকারে বিভিন্ন জায়গায় প্রকাশ করে থাকে কষ্ট গুলো ভুলে থাকার জন্য।
বিদেশে প্রবাসীর সংখ্যা : আনুমানিক এক কোটির উপর। এসব প্রবাসীরা বিভিন্ন অনুষ্ঠান ও কষ্টের মধ্যে দিয়ে প্রিয়জনদের সাথে কষ্ট সেয়ার করার সময় পায় না পাশে নিজের মনের ভাব প্রকাশ করার। দেশের বড় একটা অংশ মানুষ আজ এই দুর প্রবাসে বাস করে নিজের জীবিকা নির্বাহ করার জন্য। সে সব মানুষ নিজের কষ্ট গুলোকে মনের ভিতর লুকিয়ে রাখে কাউকে বুঝতে দেয় না পরিবার কষ্ট পাবে বলে, এর নামই হলো দুর প্রবাস জীবন।
Leave a Reply