মাহমুদ রেজা
বাংলাদেশের ১১ টি জেলা আকস্মিক বন্যায় ভেসে গেছে। ক্ষতি হয়েছে লক্ষ লক্ষ মানুষের বাড়িঘর। প্রাণহানি ঘটেছে অনেক।
বাংলাদেশের ১১ টি জেলায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত বন্যার্তদের পাশে অর্থ সংগ্রহে সার্বক্ষণিক মাঠে রয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ, নাগরপুর উপজেলা শাখা।
এরই ধারাবাহিকতায় আজ ২৯শে আগস্ট’২৪ রোজ বৃহস্পতিবার দুপুর ২:০০ ঘটিকার সময় নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির কার্যালয়ে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে বন্যার্তদের সহযোগিতায় সংগৃহীত অর্থ বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির ত্রাণ তহবিলে ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে।
এই উদ্দেশ্যে আয়োজিত এক সংক্ষিপ্ত সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ নাগরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান উদীয়মান তরুণ শিক্ষাবিদ মোঃ গোলাম মোস্তফা গোলাম বলেন – বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ নাগরপুর উপজেলা শাখা পূর্ব থেকেই বিভিন্ন ধরনের সামাজিক ও কল্যাণমুখী কর্মকান্ডে ধারাবাহিকভাবে অংশগ্রহণ করে আসছে। আমরা বিগত বছরগুলোতেও বন্যার সময় বন্যার্তদের পাশে দাঁড়িয়ে ছিলাম। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের ১১ টি জেলায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত বন্যার্তদের পাশে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের উদ্যোগে নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতি ও নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন কল্যান সমিতির আওতাভুক্ত সকল কিন্ডারগার্টেন তাদের নিজস্ব তহবিল ও ছাত্রছাত্রীদের নিকট হতে প্রাপ্ত অর্থ সম্মিলিতভাবে সংগ্রহ করা হয়েছে। সম্পূর্ণ সংগ্রহকৃত অর্থ (অর্ধ লক্ষ টাকার উপরে) আজ ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির ত্রাণ তহবিলে পৌঁছে দেওয়া হয়েছে।
আমি বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ নাগরপুর উপজেলা শাখার পক্ষ হতে নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতি ও নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন কল্যান সমিতির সদস্য ভুক্ত সকল প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা, যারা আমাদের ডাকে সাড়া দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই অর্থ সহযোগিতা করেছেন।
বন্যার্তদের সহযোগিতায় আমাদের এই অর্থ সংগ্রহ চলমান রয়েছে। আমরা পরবর্তীতে বন্যায় ক্ষতিগ্রস্ত বন্যার্তদের পুনর্বাসনের ক্ষেত্রেও আমরা পাশে থাকার সর্বাত্মক চেষ্টা করব, ইনশাআল্লাহ্।
এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সাংগঠনিক সম্পাদক প্রভাতী আইডিয়াল স্কুলের পরিচালক শরিফুল মোল্লা মানিক, কোষাধ্যক্ষ লিটল স্টার কিন্ডারগার্টেন এর পরিচালক মোঃ আজিম হোসেন, নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক স্কলারর্স স্কুল এন্ড কোচিং সেন্টারের পরিচালক মোঃ মিজানুর রহমান, জয়ভোগ কিন্ডারগার্টেনের পরিচালক নজরুল ইসলাম সহ সমিতির সদস্যভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান।
Leave a Reply