মনা,যশোর শার্শা প্রতিনিধিঃ
নৌ-পরিবহন মন্ত্রণালয় ও স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দের ফলপ্রশু আলোচনার পর যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে এক সপ্তাহ পর সব ধরণের দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বেনাপোল থেকে দূরপাল্লার সব বাস চলাচল শুরু হয়েছে। গত ২২ নভেম্বর থেকে আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত বাস চলাচল বন্ধ ছিল। বাস চলাচলের ফলে স্বস্তি ফিরেছে যাত্রীদের। খুশি পরিবহনের সাথে সংশ্লিষ্টরা।
নৌ পরিবহন মন্ত্রণালয়ে বৃহস্পতিবার বিকেলে পরিবহন মালিক সমিতির সাথে এবং নৌ-পরিবহন উপদেষ্টা ও বন্দর চেয়ারম্যানের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ১৫ জন পরিবহন মালিক, বেনাপোলস্থ চারজন পরিবহন স্টাফ এবং নৌ পরিবহন উপদেষ্টা ও বন্দরের চেয়ারম্যান উপস্থিত ছিলেন বলে জানান আশিক সাগর পরিবহনের ম্যানেজার মিলন হোসেন।
তিনি জানান, নৌ-পরিবহন উপদেস্টা ও স্থলবন্দর চেয়ারম্যান মহোদয়ের সাথে আলোচনা হয়েছে। তিনি পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের দাবি মেনে নিয়েছেন। এখন থেকে বেনাপোল চেকপোস্ট স্থলবন্দর বাস টার্মিনাল থেকে দূরপাল্লার সব এসি নন এসি বাস চলাচল করবে।
বেনাপোল পরিবহন ম্যানেজার সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, গত ৭ নভেম্বর উপজেলা প্রশাসন বেনাপোলের কাগজপুকুরে পৌরবাস টার্মিনাল উদ্বোধন করেন। স্বাভাবিক ভাবেই চলছিল সব কার্যক্রম। প্রশাসন এবং পৌরবাস টার্মিনাল কর্তৃপক্ষ হঠাৎ করে দূরপাল্লার পাসপোর্ট যাত্রীদের গভীর রাতে কাগজপুকুর টার্মিনালে জোর করে নামিয়ে দেওয়ায় মালিক সমিতি ও পরিবহন শ্রমিকদের সাথে মতের বিরোধ তৈরী হয়। বন্ধ হয়ে যায় দূরপাল্লার সব বাস চলাচল। অবশেষে নৌ পরিবহন মন্ত্রণালয় এবং বন্দর চেয়ারম্যানের সাথে ফলপ্রশু আলোচনায় উভয়পক্ষ সিদ্ধান্তে উপনীত হয় সকল এসি নন এসি বাস স্থলবন্দর বাস টার্মিনালে যাবে। যাত্রী নামিয়ে নতুন করে যাত্রী নিয়ে ফিরে যাবে। এই সিদ্ধান্তের ফলে আজ সন্ধ্যা থেকে দূরপাল্লার সব বাস চলাচল শুরু করা হয়েছে।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, বাংলাদেশ স্থলবন্দরের চেয়ারম্যান মানযারুল মান্নান স্যার আমাকে বেনাপোল স্থলবন্দর বাস টার্মিনাল খুলে দেওয়ার জন্য জানিয়েছেন। স্যারের নির্দেশ মোতাবেক টার্মিনালের গেট খুলে দেওয়া হয়েছে। এখান থেকে আগের নিয়মে নিয়মিত ভাবে এসি বাস চলাচল করবে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24