শাওন আহাম্মেদ, শেরপুর জেলা প্রতিনিধি:
কয়েক দিন থেকে আইফোনের জন্য মা বাবার কাছে আবদার করছিল। অবশেষে আইফোন না পেয়ে গলায় রঁশি বেঁধে আত্মহত্যা করেছে রবিউল ইসলাম ওরফে আকাশ নামে নবম শ্রেণীর এক শিক্ষার্থী। ঘটনাটি ঘটে রবিবার দিবাগত রাতে শেরপুরের শ্রীবরদী পৌর শহরের খামারিয়াপাড়া এলাকায়।
সোমবার সকালে ঘটনাস্থল থেকে লাশের সুরতহাল সংগ্রহ করেছে পুলিশ। আকাশ ওই এলাকার আল আমিনের ছেলে।স্থানীয়রা জানান, রবিউল ইসলাম আকাশ নবম শ্রেণির শিক্ষার্থী। কয়েকদিন যাবত মায়ের কাছে দামি আইফোন কিনে চান আকাশ। তার মা রোজী বেগম সংসারের অসচ্ছলতার কারণে আইফোন কিনে দিতে অপারগতা প্রকাশ করেন। রাগে আকাশ তার পরিবারের সাথে রাতের খাবার খেয়ে বিশ্রামে যায়। রাতে সে পরিবারের সকলের অগোচরে বাড়ির পাশে আম গাছের ডালের সাথে গলায় রশি বেঁধে আত্মহত্যা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ আনোয়ার জাহিদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করেছে। পরিবারের পক্ষ থেকে বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি সাপেক্ষে পরবর্তী আইনানুপ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24