(চট্টগ্রাম )সংবাদদাতা
সন্দ্বীপ উপজেলার হারামিয়া রহমতপুর পৌরসভা কমপ্লেক্স তালতলী এলাকায় নিম্নআয়ের শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিলেন সন্দ্বীপ উপজেলা প্রশাসন।
রবিবার (২৯ ডিসেম্বর ) রাত ৯ দিকে দিকে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক রিগ্যান চাকমা।
এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি অংছিং মারমা, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও কৃষি ব্যাংক ম্যানেজার আক্তারুজ্জামান সুজন, আহসান জামিল পলিটেকনিক ইনস্টিটিউ অধ্যক্ষ কামরুল হাসান, সন্দ্বীপ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফয়সাল, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোবারক হোসাইন, যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন।
সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার ইউএনও রিগ্যান চাকমা বলেন, কোন অসহায় ও হতদরিদ্র মানুষ শীতে য্তে কষ্ট না পায় এ বিষয়ে উপজেলা প্রশাসন সব সময় শীতার্ত মানুষের পাশে থাকবে। সকলের কাছে সরকারি উদ্যোগে শীত নিবারনে কম্বল পৌছে দেয়া হবে।
Leave a Reply