ইসিবি, মানিকদী এলাকায় ল্যাম্পপোস্ট বন্ধ করে চুরি
মোঃ আকাশ
একটি উল্লেখযোগ্য ব্যাপার না বললেই নয়। গত দুদিনে মানিকদিতে ২ টি বাসায় চুরি হয়েছে।এই দুদিন এলাকার গলির ল্যাম্পপোস্ট গুলো অকার্যকর ছিল। কোন এক গোষ্ঠী এলাকার অভ্যন্তরীণ ল্যাম্পপোস্ট গুলো বন্ধ করে অনৈতিক কার্যক্রম পরিচালনা করছে। আপনাদের বাসার আশেপাশে যদি কোন ল্যাম্পপোস্টের বাতি না জ্বলে তাহলে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানানো হলো।
Leave a Reply