আবু ইউসুফ সোহাগ, বিশেষ প্রতিনিধি:
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার রেকর্ড ২৯ বস্তা টাকা পাওয়া গেছে। আজ ৩০ নভেম্বর ২৪ সকাল ৭ টায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মিজাবে রহমতের তত্ত্বাবধানে জেলা প্রশাসক (ডিসি) ফৌজিয়া খান ও পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরীর উপস্থিতে দানবাক্স খোলা হয়।
এবার দানবাক্সের সংখ্যা ছিল ১১ টি, জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, ” এবার দানবাক্স থেকে ২৯ বস্তা টাকা পাওয়া গেছে। যা এবার টাকা গণনা করে পাওয়া গেল রেকর্ড পরিমাণের ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩ শ ৪ টাকা।
গণনার কাজে অংশ নেয় ২৮৫ জন মাদ্রাসা শিক্ষার্থী, ৫০ জন ব্যাংক কর্মকর্তা, ৩৪ জন কমিটির সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রায় 11 ঘন্টা গণনা শেষে পাওয়া গেছে এই টাকা।
সকাল থেকে উৎসব মুখর পরিবেশে টাকা গণনার কাজ সম্পন্ন হয়।এর আগে গত ১৭ আগষ্ট দানবাক্স খুলে ২৮ বস্তা টাকা পাওয়া গিয়েছিল, যা গণনা শেষে দাঁড়ায় সাত কোটি ২২ লাখ ১৩ হাজার ৪৬ টাকা। এছাড়াও বৈদেশিক মুদ্রা ও সোনার গহনাও পাওয়া গিয়েছিল।
Leave a Reply