জামাল উদ্দীন -কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১টি দেশীয় তৈরী এলজি এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় জড়িত ডাকাতদলের ৩ সদস্যকে আটক করা হয়।
আটককৃতরা হলেন,উখিয়া উপজেলার ১৫ নম্বর জামতলি ক্যাম্পের আবু আহমেদের ছেলো
এনায়েতুল্লাহ (২৬),একই ক্যাম্পের আব্দুল জব্বারের ছেলে মোহাম্মদ আলম (২৩) ও টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২২ নম্বর উনচিপ্রাং ক্যাম্পের
নূর মোহাম্মদের ছেলে মোহাম্মদ ইয়াছিন(২৯)।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক
লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে।এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, (৩০ অক্টোবর) বুধবার গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ লেদা বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-১১ হতে আনুমানিক ৫০০ গজ দক্ষিণ-পূর্ব দিকে নাফ নদীর কিনারায় বাংলাদেশ পার্শ্বে লেদা খালেরমুখ থেকে একটি নৌকা দিয়ে কিছু ডাকাত দলের সদস্য টেকনাফ শহরের দিকে গমন করবে। এমন সংবাদের ভিত্তিতে লেদা বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধ টহলদল লেদা খালেরমুখ এলাকায় গমন করে একটি নৌকা নিয়ে নাফ নদীর কিনারায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর টহলদল তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে নাফনদী দিয়ে টেকনাফ শহরের দিকে আসতে দেখে। উক্ত ব্যক্তিদের গতিবিধি সন্দেহ হওয়ায় পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবি নৌ টহলদল তাদেরকে ঘেরাও করে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উক্ত ব্যক্তিদের তল্লাশী করে তাদের নিকট থেকে ১টি দেশীয় তৈরী এলজি এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সে বিভিন্ন সময় টেকনাফ এলাকার গুরুত্বপূর্ণ মার্কেট, দোকান এবং বাড়ী-ঘরে ডাকাতি করে থাকে।
তিনি আরো জানান,আটককৃত ডাকাত দলের সদস্যদেরকে অস্ত্র ও গোলাবারুদসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24