নিউজ ডেস্ক:
সাবেক সেনা সার্জেন্ট ও ডেইলি নিউজ বাংলা ২৪-এর প্রধান উপদেষ্টা মোঃ নজরুল ইসলাম খান দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল ফিতর মুসলিম এর জন্য এক আনন্দঘন উৎসব। এই পবিত্র দিনে আমি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। ঈদ আমাদের জন্য শান্তি, সৌহার্দ্য ও ভালোবাসার বার্তা নিয়ে আসে। আসুন, আমরা সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করি এবং মানবতার কল্যাণে কাজ করি।”
তিনি বিশেষভাবে ডেইলি নিউজ বাংলা ২৪-এ কর্মরত সকল সাংবাদিকদের ঈদের শুভেচ্ছা জানান এবং তাদের নিরলস পরিশ্রম ও নিষ্ঠার প্রশংসা করেন। তিনি বলেন, “সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজকে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।”
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, ঈদুল ফিতরের এই আনন্দঘন মুহূর্ত সকলের জীবনে সুখ ও শান্তি বয়ে আনবে এবং সামনের দিনগুলোতে দেশ আরও অগ্রগতির পথে এগিয়ে যাবে।
ঈদ মোবারক!
Leave a Reply