ওবাইদুল হক (স্টাফ রিপোর্টার)
ন্যাশনাল ডিফেন্স কলেজ, মিরপুর, ঢাকায় আগামী ১২ জানুয়ারী ২০২৫ হতে ০৪ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি), ২০২৫ অনুষ্ঠিত হবে। উক্ত কোর্সে অংশগ্রহণের জন্য ১১ (এগার) জন কর্মকর্তাকে শর্তসাপেক্ষে মনোনয়ন প্রদান করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ফেরদৌসী আক্তার কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা যায়।
মনোনীত কর্মকর্তাগণ হলেন: (১) রোকেয়া খাতুন, যুগ্মসচিব, পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়; (২) খালেদা আক্তার, যুগ্মসচিব, নৌপরিবহন মন্ত্রণালয়; (৩) মো: দৌলতুজ্জামান খাঁন, যুগ্মসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়; (৪) ড. মোহাম্মদ আজিজুল হক, যুগ্মসচিব, মন্ত্রিপরিষদ বিভাগ, (৫) শাহ মোমিন, পরিচালক (যুগ্মসচিব), বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন; (৬) আ. ত. ম. আব্দুল্লাহেল বাকী, উপপরিচালক (যুগ্মসচিব), আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, রাজশাহী; (৭) মো: আসাদুজ্জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্মসচিব), বিভাগীয় কমিশনারের কার্যালয়, রংপুর; (৮) ডক্টর কাজী কামরুন নাহার, যুগ্মসচিব, পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়; (৯) এ. কে. এম. মাহবুবুর রহমান, কমিশনার, কাস্টম হাউজ, মোংলা, বাগেরহাট; (১০) আবুল বাসার মো: শফিকুর রহমান, কমিশনার, কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর), ঢাকা; (১১) মাহফুজুর রহমান, বিপিএম (বার), ডিআইজি, হাইওয়ে পুলিশ, বাংলাদেশ পুলিশ, ঢাকা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্ণিত কর্মকর্তাগণকে ০৪ টি শর্তে ন্যাশনাল ডিফেন্স কোর্সে অংশগ্রহণের জন্য মনোনয়ন প্রদান করা হয়। শর্তগুলো হলো: (ক) মনোনীত কর্মকর্তাগণকে নির্ধারিত সময়ে ন্যাশনাল ডিফেন্স কলেজ, মিরপুর সেনানিবাস, ঢাকা বরাবর রিপোর্ট করতে হবে; (খ) ক্রমিক ০১ হতে ০৮ তে বর্ণিত মনোনীত কর্মকর্তাগণ প্রশিক্ষণ চলাকালীন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বিবেচিত হবেন এবং প্রশিক্ষণ চলাকালীন জনপ্রশাসন মন্ত্রণালয় হতে তাঁদের বেতন-ভাতাদি গ্রহণ করবেন; (গ) ক্রমিক ০৯ ও ১০ তে বর্ণিত মনোনীত কর্মকর্তাদ্বয় প্রশিক্ষণ চলাকালীন অভ্যন্তরীণ সম্পদ বিভাগে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বিবেচিত হবেন এবং প্রশিক্ষণ চলাকালীন নিজ নিজ কার্যালয় হতে তাঁদের বেতন-ভাতাদি গ্রহণ করবেন; (ঘ) ক্রমিক ১১ তে বর্ণিত কর্মকর্তা প্রশিক্ষণ চলাকালীন পুলিশ অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বিবেচিত হবেন এবং প্রশিক্ষণ চলাকালীন নিজ কার্যালয় হতে তাঁর বেতন-ভাতাদি গ্রহণ করবেন।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24