ফারিছ আহমদ, হোসেনপুর উপজেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে ঐতিহ্যবাহী হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজে ১০২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতার উদ্বোধন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছা. ফিরোজা বেগম।
এবারের প্রতিযোগিতায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা দৌড়, লংজাম্প, উচ্চলম্ফ, বিস্কুট দৌড়, দড়ি লাফসহ বিভিন্ন আকর্ষণীয় খেলায় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহিত হওয়ার আহ্বান জানান।
প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, "হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজে দীর্ঘদিন ধরে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। এটি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব এবং সহমর্মিতার গুণাবলি গড়ে তুলতে সহায়তা করে।
দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর অংশগ্রহণে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে। প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24