রামকৃষ্ণ সাহা রামা, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
অত্যন্ত উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে বিকেডিএ কর্তৃক মেধা যাচাই বৃত্তি পরীক্ষা’২৪ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩০ নভেম্বর’২৪ শনিবার সকাল ১০:০০ ঘটিকায় নাগরপুর সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে উক্ত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ নাগরপুর উপজেলা শাখার সদস্যভুক্ত কিন্ডারগার্টেনের প্লে শ্রেণি হতে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় সাতশত শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা শুরু হওয়ার পূর্বেই অভিভাবকসহ শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে পরীক্ষা কেন্দ্রে এসে উপস্থিত হয়। পূর্বনির্ধারিত সকাল ১০:০০ টা হতে শুরু হয়ে বিরতিহীনভাবে দুপুর ১২:০০ টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উক্ত বৃত্তি পরীক্ষায় নাগরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও নাগরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা গোলাম গণমাধ্যমকে বলেন – প্রতিযোগিতার মাধ্যমেই একটি শিক্ষার্থীর পূর্ণ মেধা বিকাশিত হয়। আর মেধাবিকাশের জন্যই আমাদের এই বৃত্তি পরীক্ষা, যা আমরা ধারাবাহিকভাবে প্রতিবছরই নিয়ে আসছি। অত্যন্ত সুন্দর, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে আমাদের আজকের এই পরীক্ষা অনুষ্ঠিত হলো।
শান্তিপূর্ণ ও সফলভাবে পরীক্ষা গ্রহণ করতে পারায় যে সকল শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে, পরীক্ষার কেন্দ্রে যারা পরিদর্শক ছিলেন এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য যারা দায়িত্বে ছিলেন সংশ্লিষ্ট সকলকে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ নাগরপুর উপজেলা শাখার পক্ষ হতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
উক্ত বৃত্তি পরীক্ষায় সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজর (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সবুজ, বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ নাগরপুর উপজেলা শাখার সভাপতি মীর ওবায়েদ স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মীর ওবায়েদ হোসেন, সিনি: সহ-সভাপতি যদুনাথ কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক আরিফিনা আক্তার মিতালি, সাংগঠনিক সম্পাদক প্রভাতী আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক শরিফুল মোল্লা মানিক, কোষাধক্ষ লিটল স্টার কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক আজিম হোসেন সহ সমিতির অন্তর্ভুক্ত সকল প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24