কালিয়াকৈর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মধ্যপাড়া এলাকায় পুলিশের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার বাবার বাড়ীতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার দিবাগত রাতে জানালার গ্রীল কেটে টাকা, স্বর্ণালংকার ও মোবাইলসহ মালামাল লুট করে নেয় ডাকাত দল।
উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ৫ নং ওর্য়াডের ঠ্যাঙ্গারবাদ এলাকার হাজ্বী মোঃ নাজমুল আলম এর বাড়িতে গ্রীল কেটে টাকা ও স্বর্ণালংকার মোবাইল, মালামাল লুটপাট হয়েছে । তিনি পেশায় একজন ব্যবসায়ী। তার মেঝো মেয়ে রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানা। ওই বাড়িটি ডি আই জি বাড়ি হিসাবে পরিচিত। প্রায় চার লক্ষ নগদ টাকা ও ১১ ভরি স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে।
পরিবার, স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ২:৩০ মিনিটে বাসার নীচ তলায় জানালার গ্রীল কেটে বাসার ভিতর প্রবেশ করে ৬ ডাকাত। প্রথমে বাসার তিনতলার প্রত্যেকটি রুমের আলমারি ভাংচুর করে লুট করে, অতপর ২য় তলায় প্রত্যেকটি রুমে আলমারি, শোকেজ, ভাংচুর করে টাকা ও স্বর্ণ অলংকার লুট করে। পরে নীচতলায় দরজার লক ভেঙে হাজী নাজমুল আলমের রুমে প্রবেশ করে তার হাত বেঁধে ফেলে ও বাসায় ভাংচুর করে মোট ১১ ভরি স্বর্ণালংকার ও প্রায় চার লক্ষ নগদ টাকা, মোবাইল ও বিভিন্ন মালামাল লুট করে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়।
নাজমুল আলমের মেয়ে রেবেকা সুলতানা জানান, শনিবার রাতে আমার বাবার বাড়িতে গ্রীল কেটে টাকা ও স্বর্ণালংকার ডাকাতির ঘটনা ঘটেছে। বাড়িতে শুধু বাবা মা ও কাজের লোকজন থাকে। এর আগেও গত রোজার মাসে আমাদের এই বাড়িতে সাদা মাইক্রো করে ৮/১০ জনের একটা টিম ডিবি পরিচয়ে আমাদের বাড়িতে তল্লাশি করে, বিষয়টি সন্দেহ জনক।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি)
রিয়াদ মাহমুদ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।এ ঘটনায় আইন গত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: 01606638418,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24