ওবাইদুল হক,স্টাফ রিপোর্টারঃ
উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালনের লক্ষ্যে ০২ (দুই) সপ্তাহ মেয়াদে ৫১তম উপজেলা প্রশাসন ও উন্নয়ন বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সে কর্মকর্তাগণকে বর্ধিত মনোনয়ন প্রদান করা হয়েছে। বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে আগামী ০৫/০১/২০২৫ থেকে ১৬/০১/২০২৫ তারিখ পর্যন্ত এ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জান্নাতুল ফেরদৌস কর্তৃক স্বাক্ষরিত এক পত্র সূত্রে এ তথ্য জানা যায়।
৫১ তম উপজেলা প্রশাসন ও উন্নয়ন বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সে মনোনীত কর্মকর্তাগণ হলেন: (১) তাছলিমা শিরিন, সিনিয়র সহকারী সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়; (২) শারমিন আক্তার সুমী, সিনিয়র সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, পাবনা; (৩) মোহাম্মদ জামশেদুল আলম, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, বাঁশখালী, চট্টগ্রাম; (৪) মোহাম্মদ হাফিজুর রহমান, সিনিয়র সহকারী সচিব, শিক্ষার জন্য ওএসডি, জনপ্রশাসন মন্ত্রণালয়; (৫) এন. এম. আব্দুল্লাহ আল-মামুন, সিনিয়র সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সিগঞ্জ; (৬) মো: জিল্লুর রহমান, সিনিয়র সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা; (৭) মো: ইলিয়াস শিকদার, জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ; (৮) জান্নাতুল খাতুন, সিনিয়র সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, নাটোর; (৯) রেকসোনা খাতুন, সিনিয়র সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়া; (১০) আনোয়ার হোসেন, সিনিয়র সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, যশোর; (১১) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার, বিভাগীয় কমিশনারের কার্যালয়, রংপুর; (১২) মৌসুমী নাসরিন, সিনিয়র সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা; (১৩) সোমাইয়া আক্তার, উপপরিচালক, সরকারি কর্মচারী হাসপাতাল; (১৪) আসমা উল হুসনা, সহকারী পরিচালক, বিসিএস প্রশাসন একাডেমি; (১৫) মেরিনা দেবনাথ, সিনিয়র সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট।
চারটি শর্তসাপেক্ষে কর্মকর্তাগণকে এ মনোনয়ন প্রদান করা হয়। শর্তগুলো হলো: (১) মনোনীত কর্মকর্তাগণ স্ব স্ব নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সম্মতি গ্রহণ পূর্বক বিসিএস প্রশাসন একাডেমির ওয়েবসাইট (https://erp.bcsadminacademy.gov.bd/participant/registration) এর মাধ্যমে আগামী ০২ জানুয়ারী, ২০২৫ তারিখের মধ্যে অনলাইন রেজিষ্ট্রেশন সম্পন্ন করবেন। প্রয়োজনে উপপিরচালক (সেবা) নুসরাত আজেমরী হক (মাবাইল নং- ০১৮১৪৯০৮৫০১) এর সাথে যোগাযোগ করবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হলে মনোনয়ন বাতিল বলে গণ্য হবে। (২) রেজিষ্ট্রেশন সম্পন্নকারী কর্মকর্তাগণ আগামী ০৪ জানুয়ারী, ২০২৫ তারিখ বেলা ৫.০০ টার মধ্যে বিসিএস প্রশাসন একাডেমি, শাহবাগ, ঢাকাতে যোগদান করবেন। অন্যথায়, ০৫ জানুয়ারী, ২০২৫ তারিখ হতে মনোনীত কর্মকর্তাগণ প্রশিক্ষণকালীন সময়ের জন্য নিজ নিজ কর্মস্থল হতে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (Stand released) বলে গণ্য হবেন। প্রশিক্ষণ শেষে সকল কর্মকর্তা নিজ নিজ কর্মস্থলে যোগদান করবেন। (৩) প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাগণ বেতন ও ভাতাদি নিজ নিজ দপ্তর হতে প্রাপ্য হবেন। (৪) কোর্সটি আবাসিক/অনাবাসিক।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24