আবু ইউসুফ সোহাগ,বিশেষ প্রতিনিধিঃ
টঙ্গীর তুরাগ তীরে আলেমী সুরার তত্বাবধানে আজ ৩১ জানুয়ারী ২৫ইং থেকে শুরু হয়েছে প্রথম পর্বের বিশ্ব ইজতেমা, চলবে ২ ফেব্রুয়ারী পর্যন্ত। এতে অংশ নিচ্ছে ঢাকার একাংশ এবং সারাদেশের ৪১ জেলার মুসল্লীরা।
বিশ্ব ইজতেমায় অংশ নেওয়া মুসল্লীদের কে ফ্রী মেডিকেল সেবা দিচ্ছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ এর মেডিকেল টিম। তথ্য সুত্রে জানা যায় প্রায় পনেরো হাজার মুসল্লীদের কে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করবে। লক্ষ টাকার ঔষধ নিয়ে সুবিশাল ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে মুসল্লীদের সেবা দিতে ‘টিম হাফেজ্জী’ বিশ্ব ইজতেমায় অবস্থান করছে। প্রধান চিকিৎসক ডা. মো: মশিউর রহমান সহ এমবিবিএস, এফসিপিএস ডাক্তারগণ সহ ৩৫ জনের প্যারামেডিকেল, নার্স এবং স্বেচ্ছাসেবক সেবা দিচ্ছে মেডিকেল ক্যাম্পে। উল্লেখ গতবছর ১৪ হাজার মুসল্লীদের সেবা ও ঔষধ বিতরণ করেছে সংগঠনটি , তাই এবারে টানা ৬ দিনে টার্গেট ১৫০০০+ মুসল্লীকে সেবা দেবে তারা।
Leave a Reply