নিউজ ডেক্স :
ব্যবসায়ী ও তার স্ত্রীকে আটকে রেখে ১৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ টাকা না পেয়ে ৩০ লক্ষ টাকা কাবিনে ফের বিয়ে এই শিরোনামে গত ৩০ জানুয়ারি প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জীবননগর চার নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি মোঃ পল্টু মন্ডল, আরজ আলী, গাজী জাহিদ ও হাবিবুর রহমান সজল।
এক বিবৃতির মাধ্যমে প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক সময়ের সমীকরণ নামের পত্রিকায় “ব্যবসায়ী ও তার স্ত্রীকে আটকে রেখে ১৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ টাকা না পেয়ে ৩০ লক্ষ টাকা কাবিনে ফের বিয়ে’ শিরোনামে নিউজ প্রকাশিত হয়। উক্ত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়। প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, মগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি কুচক্রী মহল আমাদের কর্মক্ষেত্রে ও সামাজিকভাবে হেয় করতে প্রতিবেদককে দিয়ে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ ও প্রচার করেছে। প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
Leave a Reply