কে.এম. ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে রোটারী ক্লাব অফ আধুনিক ঢাকার আয়োজনে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সংগঠনের প্রেসিডেন্ট সৈয়দ আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রোটারি ক্লাব ডিস্ট্রিক ৬৪ এর সাবেক লেফটেন্যান্ট গভর্নর এস এম হাফিজুর রহমান ফারুক। এ সময় রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন, রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলামসহ রোটারি ক্লাবের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাছাইকৃত দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ উপকরণ বিতরণ করা হয়।
Leave a Reply