মনজুরুল ইসলাম লিটন, রাঙামাটি লংগদু প্রতিনিধিঃ
চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়, চলে যাওয়া মানে বন্ধন ছিন্ন নয়, আমরা একত্রে থাকার স্মৃতিকে লালন করি। এ স্লোগান সামনে রেখে লংগদু উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সওকত আকবর শিমুল এর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান।(৩১ ডিসেম্বর মঙ্গলবার) বিকাল ৩ ঘটিকায় রাঙামাটি লংগদু উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি কর্তৃক লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক নুরুল করিমের সভাপতিত্বে, লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ের (সহঃ) শিক্ষক ফজলুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত ইসলামীর আমিন নাছির উদ্দিন, রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল করিম, মাইনীমুখ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার প্রধান শিক্ষক ফেরদৌস আলম, গাঁথাছড়া বাইতুশরফ জব্বারিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ ফুরকান আহম্মেদ সহ উপজেলা মাধ্যমিক সকল স্তরের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
এ সময় উপজেলা একাডেমি সুপারভাইজার সওকত আকবর বিদায়ী বক্তব্যে তিনি শিক্ষকতার মহৎ পেশার গুরুত্ব তুলে ধরে বলেন, “শিক্ষাই সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার, যা সুশিক্ষিত ও সন্ত্রাসমুক্ত জাতি গঠনে ভূমিকা রাখে।” তিনি শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের মধ্যে সঠিক নীতি ও মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানান, যাতে ভবিষ্যতের বাংলাদেশ আরও উন্নত ও সমৃদ্ধ হয়ে ওঠে। দায়িত্ব পালনকালে সবাই যেভাবে সহযোগিতা করেছেন সে কারণে তিনি সকলের প্রতি কৃতজ্ঞ বলে উল্লেখ করেন।আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেষ্ট উপহার সামগ্রি তুলে দেন শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দরা পরে দোয়া মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
Leave a Reply