শিক্ষক কে পদত্যাগে বাধ্য করায় সাবেক অর্থমন্ত্রীসহ ৭ জনের বিরুদ্ধে অভিযো
শাহাদাত কামাল শাকিল: নিজস্ব প্রতিনিধি
ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে লালমাই উপজেলায় এক শিক্ষক কে পদত্যাগে বাধ্য করার অভিযোগ উঠেছে সাবেক অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী আ,হ,ম মুস্তফা কামাল এফসিএ লোটাস কামাল ও তার ভাই সাবেক সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ারসহ ৭ জনের বিরুদ্ধে। অভিযুক্তদের নাম উল্লেখ করে এবং চাকরী ফিরে পেতে ইতোমধ্যে ভুক্তভোগী শিক্ষক হোছাইন মোহাম্মদ নুরুল্লাহ শিক্ষা মন্ত্রণালয়ের উদ্ধত্বর্ন কর্মকর্তা সহ স্থানীয় প্রশাসনের নিকট লিখিত অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, কোন কারন ছাড়াই শুধু মাত্র রাজনৈতিক কারন কে ইস্যু করে শিক্ষক কে তাহার পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। ঘটনার সাথে অন্য অভিযুক্তরা হলেন শাকেরা আরএ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহম্মদ উল্লাহ, পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সফিকুর রহমান, সাবেক ইউপি সদস্য সাইদুর রহমান তিতু, শাকেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রুখসানা ইয়াসমিন মনি, শাকেরা গ্রামের বঙ্গবাসী ক্লাবের সভাপতি ফরিদ উদ্দিন রতন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী হোছাইন মোহাম্মদ নুরুল্লাহ কে তৎকালীন সময়ে অভিযুক্তরা নানাভাবে শারীরিক ও মানুষিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এমন কোন কর্মকান্ড নেই তারা করেন নাই। নির্যাতনের শিকার শিক্ষক হোছাইন মোহাম্মদ নুরুল্লাহ বিগত ২/১/১৯৯৯ খ্রিঃ কুমিল্লা জেলার সাবেক লাকসাম উপজেলা ও সদর দক্ষিণ উপজেলার বর্তমানে লালমাই উপজেলার শাকেরা আরএ উচ্চ বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০১৬ সালের আগষ্ট মাসে পদত্যাগপত্রে জোর করে স্বাক্ষর রেখে তাকে বিদ্যালয় থেকে বের করে দেয়া হয়।
শিক্ষক নুরুল্লাহ বাংলাদেশ জামায়েতে ইসলামি সংগঠনের সদর দক্ষিণ উপজেলা শাখার সাবেক আমির ছিলেন। শিক্ষক নুরুল্লাহ বর্তমানে সৌদি আরব প্রবাসী। স্থানীয় জনগণের প্রত্যাশা সরকার তদন্ত কমিটি গঠন করে আইনগত ব্যবস্থাগ্রহন সহ ভুক্তভোগী শিক্ষক কে স্বপদে পূর্নবহাল করবেন
Leave a Reply