শ্যামনগর প্রতিনিধঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় দ্বীপাঞ্চল গাবুরার টেকসই বেড়িবাঁধ নির্মাণকাজ পরিদর্শন করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. আব্দুর রশিদ।
শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে তিনি কলবাড়ী আকাশলীনা ইকোপার্ক পরিদর্শন শেষে স্পিডবোটযোগে সুন্দরবন সংলগ্ন বেড়িবাঁধ নির্মাণকাজের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি ব্লক তৈরি, খাল খনন, রাস্তা নির্মাণ, কালভার্ট নির্মাণসহ মেগা প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখেন।
স্থানীয়রা অভিযোগ করেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় তাদের দুর্ভোগ বেড়েছে। একাধিকবার সময় বাড়ানোর পরও কাজের গতি ধীর। ১,০৪০ কোটি টাকা ব্যয়ে গাবুরার এই টেকসই বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পের মাত্র ১৫-২০% কাজ সম্পন্ন হয়েছে বলে অভিযোগ করেন তারা। একই সঙ্গে কাজের মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তারা এবং দ্রুত কাজ শেষ করার দাবি জানান।
পরিদর্শন শেষে মন্ত্রিপরিষদ সচিব পশ্চিম সুন্দরবনের দর্শনীয় স্থান কলাগাছি পর্যটনকেন্দ্র ও দোবেকী ফরেস্ট অফিস ভ্রমণ করেন।
এর আগে সকাল সাড়ে ১১টায় শ্যামনগর উপজেলার প্রবেশপথ মৌতলা বাসস্ট্যান্ডে ইউএনও মোছা. রনি খাতুনের নেতৃত্বে সরকারী কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর তিনি উপজেলা পরিষদ ভবন পরিদর্শন করেন এবং বংশীপুর শাহী মসজিদে জুমার নামাজ আদায় করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ, ডিআইজি রেজাউল হক পিপিএম, পাউবোর নির্বাহী প্রকৌশলী শাখাওয়াত হোসেন, এসই সৈয়দ সাইদুল ইসলাম, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, পুলিশ সুপার মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রনি খাতুন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, শ্যামনগর থানার ওসি হুমায়ুন কবির মোল্যা, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মাসুদুল আলমসহ অন্যান্য কর্মকর্তারা।
স্থানীয়দের অভিযোগ ও দাবি শোনা শেষে সংশ্লিষ্টদের দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন মন্ত্রিপরিষদ সচিব।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24