ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে রাজমিস্ত্রী আবুল বাশার হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে এলাকাবাসীর আয়োজনে রাজাপুর প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়৷ মানববন্ধনে নিহত আবুল বাশারের পরিবার সহ এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন৷ এ সময় বক্তব্য রাখেন, নিহত বাশারের স্ত্রী আসমা, মাতা মনোয়ারা বেগম ও স্কুল পড়ুয়া ছেলে আমিনুল ইসলাম সহ অনেকে৷
মানববন্ধনে বক্তারা বলেন, হত্যাকারী নাজমুল হাসানকে চাঁদা না দেওয়ায় আবুল বাশারকে নৃশংসভাবে কুপিয়ে আসামি নাজমুল হাসান ও তার সহযোগীরা হত্যা করে৷ তাই নাজমুল হাসান সহ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন৷গত রোববার সন্ধ্যার দিকে উপজেলার দক্ষিণ সাউথপুর এলাকায় খুন হন রাজমিস্ত্রী আবুল বাসার হাওলাদার ৷ রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, এ ঘটনার মামলার প্রধান আসামি নাজমুল হাসানকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে ৷
Leave a Reply