সন্দ্বীপ,চট্টগ্রাম প্রতিনিধি:
‘এসো বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানে চট্টগ্রামের সন্দ্বীপে ৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সহযোগিতায় বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ মাঠে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা। এ সময় বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকসহ অতিথিরা পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলন শেষে স্কুলের ছাত্রছাত্রীরা, ক্রিকেট ফুটবল, ব্যাটভিন্টন, বলিবল, কুচকাওয়াজ, বাল্য বিবাহ রোধে সচেতনতামূলক নাটিকা, বেদের মেয়ের সাপের খেলাসহ মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করেন। সবশেষে শীতকালীন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রী, প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষকদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা ইঞ্জিনিয়ার আবদুল আলীম, উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুজন, শিক্ষা প্রকৌশলী মোঃ মহসিন, সহকারী শিক্ষা অফিসার নিজাম উদ্দিন, বাংলাদেশ শিক্ষক সমিতি সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি জামশেদ উদ্দিন, সাধারণ সম্পাদক একে ফজলুল করিম, সন্দ্বীপ সহকারী শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমান প্রমুখ। উপজেলা মাধ্যমিক অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৩৮ টি স্কুল ও মাদরাসার ছাত্রছাত্রীরা ৪৬ টি ইভেন্ট/খেলাধুলায় অংশ নেয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন গাছুয়া আবদুল খালেক একাডেমির প্রধান শিক্ষক আমিনুর রসুল।
Leave a Reply