সেলিম মাহবুব, ছাতকঃ
তিন দিন ব্যাপী “ছাতক উদ্যোক্তা মেলা’র ” উদ্বোধন করা হয়েছে। রবিবার শহরের রওশন কমপ্লেক্সে ফিতা কেটে ও কেক কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, যুব উন্নয়ণ কর্মকর্তা গোপাল চন্দ্র দাস,পৌর সভার সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস শহিদ। পরে অতিথিবৃন্দ উদ্যোক্তা মেলায় বসানো ২৪ টি ষ্টল পরিদর্শন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেছেন মাষ্টার মানিক মিয়া লিটু। এ সময় আব্দুল বাকি মুহিত, তোফায়েল খান বিপন, দিলোয়ার হোসেন ইমরান,উদ্যোক্তা জুবায়েদ আহমদ, রাহমা আক্তার, এমরান আহমদ মাহিদ, পাবেল অভি, রাসেল মিয়া, সাইদুল হক রাহেল, সাইদুর রহমান সাইদ, সালমান রহমান, শাহানুর হাসান শান্ত, নাইমুর রশিদ ফাহিম, সাব্বির আহমদ, সুমাইয়া আক্তার, আমিনা বেগম সহ বিভিন্ন ষ্টলের মালিকবৃন্দ উপস্থিত ছিলেন। ছাতকে উদ্যোক্তা মেলা এই প্রথম। মেলাটি প্রথম দিনেই বেশ জমে উঠেছে। সকাল থেকেই মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। মেলার প্রধান উদ্যোক্তা জুবায়েদ আহমদ জানান,প্রথম বারের মতো মেলাটি শুরু করে বেশ সাড়া পেয়েছি। আগামীতে বড় পরিসরে ছাতকে উদ্যোক্তা মেলার আয়োজন করার পরিকল্পনা রয়েছে আমাদের। ##
Leave a Reply